ফের দ্বিতীয়বারের জন্যে সিবিআইএর মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়
PERTHA CHATTERJEE, CBI, NIZAM PALACE

আরোহী নিউজ ডেস্ক : এসএসসি দুর্নীতি মামলা ফের দ্বিতীয় বারের জন্য তলব পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই এর। সকাল ১১টা নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে। তার আগে সকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হন আইনজীবীরা। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন সিবিআই অফিসে।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ সিবিআই দফতরে হাজিরা দেবেন। এর আগেই সিবিআইয়ের তরফে বলা হয়েছিল বেশ কয়েকটি প্রশ্নের উত্তর তারা খুঁজছে। সেই কারণেই ফের ডেকে পাঠানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। বিচারপতি রঞ্জিত কুমার বাগের রিপোর্টে উল্লেখ করা ছিল, ৫ সদস্যের যে উপদেষ্টা কমিটি রয়েছে সেই কমিটিতে অনুমোদন দেন পার্থ চট্টোপাধ্যায়। SSC দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে গত বুধবার সিবিআই দফতরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। সাড়ে তিনঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।