চালু হচ্ছে না পোর্টাল, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সেই পুরনো পদ্ধতিতেই

আরোহী নিউজ ডেস্ক: কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালের ভর্তি নিয়ে সিদ্ধান্ত বদল করল রাজ্য সরকার। অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলতি বছর থেকে না হয়ে আগামী বছর থেকে শুরু হবে। চলতি বছরে পুরোপুরি ভর্তি প্রক্রিয়া হবে সেই পুরনো পদ্ধতিতেই। উপাচার্যদের সঙ্গে বৈঠক করে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, পোর্টাল চালু করে ঠিকমত কাজ শুরু হতে এখনও ছয় থেকে সাত মাস সময় লাগবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেক্ষেত্রে, পোর্টালের মাধ্যমে ভর্তি করা হলে বেশ কিছু ত্রুটি থাকতে পারে এমনটাই মত বিশেষজ্ঞদের।
এর আগে বিধানসভায় এই পোর্টাল চালু করা নিয়ে ক্যাবিনেট মিটিংয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন ব্রাত্য বসু। সবুজ সংকেত মিলেছিল মুখ্যমন্ত্রীর কাছ থেকেও। রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী মাঝে জানিয়েছিলেন, চলতি বছরে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হবে, সেই অনুযায়ী একটি পোর্টাল তৈরির কাজও চলছিল। কিন্তু সেই পোর্টাল পুরোপুরি তৈরি হয়ে কর্মক্ষম হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলেই একাধিক উপাচার্য আশঙ্কা করছেন বলেই জানান ব্রাত্য বসু। যার পরই সিদ্ধান্ত নেওয়া হয় চলতি বছরে অনলাইনে নয়, আগের মতো অফলাইনেই হবে ভর্তি প্রক্রিয়া।