বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে, বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি

আরোহী নিউজ ডেস্ক : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টিপাত হতে পারে। আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং বীরভূমে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
তবে বৃষ্টি হলেও আগামী দু’দিন তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।