জল্পনার অবসান,আইএফএ-র সচিব পদে নির্বাচিত হলেন অনির্বাণ দত্ত

আরোহী নিউজ ডেস্ক : জয়দীপ মুখার্জির পদত্যাগের পর আইএফএ-র নতুন সচিব হলেন অনির্বাণ দত্ত। আইএফএ-র নতুন সচিব হিসেবে বেশ কিছু নাম উঠে এসেছিল। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে সচিব পদে নির্বাচিত হলেন অনির্বাণ দত্ত। অনির্বাণই যে সচিব পদে নির্বাচিত হবেন সে কথা আগেই আন্দাজ করা গিয়েছিল। সোমবার সেই ঘোষণাতেই সিলমোহর পড়ল। এদিন গভর্নিং বডির বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে আইএফএ। চেয়ারম্যান পদে বহাল রইলেন সুব্রত দত্ত। সভাপতি পদ রইল অজিত বন্দ্যোপাধ্যায়ের কাছে। কোষাধ্যক্ষ পদ পেয়েছেন দেবাশিস সরকার।