কলকাতায় পর পর মৃত দেহ উদ্ধার,শহর জুড়ে চাঞ্চল্য
তদন্তে নেমেছে কলকাতা পুলিশ

আরোহী নিউজ ডেস্ক: পোস্তায় একটি দোকান থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ।এরপর ফের গড়িয়াহাটের একটি গেস্টহাউস থেকে উদ্ধার হল আরও এক ব্যক্তির নগ্ন দেহ।পৃথক দুটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহর কলকাতায়।তদন্তে নেমেছে পুলিশ।
পৃথ্বীশ কুমার গায়েন।স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কাজ করতেন।মাস খানেক আগেই অবসর নিয়েছিলেন।থাকতেন গড়িয়াহাটের একটি গেস্টহাউসে।সেখান থেকেই সোমবার উদ্ধার হল তার নগ্ন দেহ।পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
অপর ঘটনাটি পোস্তার। লেকটাউনের বাসিন্দা নন্দলাল সোনি।পেশায় স্বর্ণ ব্যবসায়ী। পরিবার সূত্রে খবর, নন্দলালের ছেলে গতকাল দোকানের মধ্যেই বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নিয়ে গেলে বছর পঞ্চাশের ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।এক্ষেত্রে উদ্ধার হয়েছে সুইসাইড নোট।পুলিশের প্রাথমিক অনুমান,ওই ব্যবসায়ী আত্মহত্যাই করেছেন।এবং পৃথ্বীশ কুমার গায়েন।অবসাদে আত্মঘাতী হয়েছেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।