মানুষ থেকে কুকুর হলেন যুবক! ১১ লক্ষের বিনিময়ে স্বপ্ন সত্যি

আরোহী নিউজ ডেস্ক : মানুষ নয়! কুকুরের মতো জীবন কাটাতেই ভালো লাগে তাঁর। শুধু তাই নয়, ছোটবেলা থেকেই নিজেকে কুকুর মনে করে সে।
টাকো নামের জাপানের সেই যুবক চায় কুকুরের মতো জীবন কাটাবে সে। মানুষ জীবন ভালো লাগে না তাঁর!
নিজের রোজকার জীবনে কুকুরের মতোই জীবন কাটায় সে। খাওয়া দাওয়া, হাঁটাচলার ভঙ্গির মধ্যে দিয়েই কুকুর হয়ে উঠতে চায় টাকো। কিন্তু এতে ঠিক মন ভরছিল না তাঁর। তাই এবার শরীরটাকেই কুকুর বানিয়ে নিলেন!
তবে মানুষের শরীরে নানা সার্জারি করে কুকুর বানানো সম্ভব নয়। তাই একটু অন্য পথে হাঁটলেন তিনি।
নিজের মানুষ শরীরকে কুকুর বানাতে টাকো একটি পোশাক সংস্থার শরণাপন্ন হন। তাঁদের দিয়ে হুবহু কুকুরের মতো একটি কস্টিউম বানান। যার দাম ১১ লক্ষ ৬৩ হাজার টাকা। তরে টাকোর শর্ত ছিল, পোশাকটি এমন হতে হবে যাতে, খুব ভাল করে দেখলেও যেন কোনও ভাবে কেউ বুঝতে না পারেন যে, এটা কোনও কুকুর নয়।
একথা তিনি নিজেই ছবি দিয়ে ট্যুইট করে।