মধ্যপ্রদেশে বিধ্বংসী আগুনের কবলে বহুতল, মৃত অন্তত ৭, আহত অসংখ্য

আরোহী নিউজ ডেস্ক: বহুতলে বিধ্বংসী আগুন মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। জখম বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। মৃতদের মধ্যে দুজন মহিলা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তখনও ঘুম ভাঙেনি স্বর্নবাগ কলোনির বাসিন্দাদের। তার মাঝেই শনিবার ভোর রাতে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে কলোনির এক বহুতলে। অগ্নিকাণ্ডে দুই মহিলা সহ মৃত্যু হয় সাতজনের। জখম হয়েছেন বেশ কয়েকজন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বহুতলের বাসেমেন্টে প্রধান বৈদ্যুতিক সরবরাহ সিস্টেমে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান দমকলের।কী কারণে এই আগুন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বহুতলের মালিককে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বহুতলের রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ করে মামলা করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যরদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ট্যুইট করে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে জখমদের দ্রুত আরোগ্য কামানা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। অগ্নিকাণ্ডের ঘটনায় আবাসিকের অনেকের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
इंदौर के स्वर्ण बाग कॉलोनी में शॉर्ट सर्किट से हुए हादसे में कई अनमोल जिंदगियों के असमय निधन का दुखद समाचार प्राप्त हुआ।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) May 7, 2022
ईश्वर से दिवंगत आत्माओं को अपने श्रीचरणों में स्थान और परिजनों को यह गहन दुःख सहन करने की शक्ति देने तथा घायलों को शीघ्र स्वस्थ करने की प्रार्थना करता हूं।