দাদা বা নেতার বাড়িতে ইলিশ পাঠিয়ে পঞ্চায়েতের টিকিট মিলবে না, বিস্ফোরক উদয়ন

আরোহী নিউজ ডেস্ক : কোনো দাদা ধরে, কোনো নেতা ধরে কিংবা কিংবা কোনো নেতার বাড়িতে মুরগি কিংবা ইলিশ মাছ পাঠিয়ে পঞ্চায়েতের টিকিট মিলবে না। বুথ স্তরের কর্মীরাই ঠিক করবে পঞ্চায়েত নির্বাচনে কারা টিকিট পাবে। সোমবার রাতে দিনহাটা -২ ব্লকের বামন হাটে তৃণমূলের এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।
পাশাপাশি এদিন তিনি বলেন আগামী যে পঞ্চায়েত নির্বাচন আছে, সেই পঞ্চায়েত নির্বাচন হবে গত ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচন তৃণমূলের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। এটা ভুল হয়েছিল বলে স্বীকার করে নেন দিনহাটা বিধায়ক উদয়ন গুহ।