‘গোধূলি আলাপ’-এর জনপ্রিয়তা হিন্দি তে, তৈরি হচ্ছে এই সিরিয়ালের হিন্দি রিমেক

সিরিয়ালের সাথে দর্শকদের সম্পর্ক অনেক আগের। তাই তো দর্শকদের কথা ভেবে এবং সিরিয়ালের চাহিদার কথা মাথায় রেখেই সপ্তাহের পাঁচ দিন নয় সাত দিন ধরে চলতে থাকে বাংলা সিরিয়ালের দাপট। সেইসাথে বদলে গিয়েছে সিরিয়ালের বিষয়বস্তুও।
কূটকচালি কিংবা পরকীয়া নয়, অন্য ধরনের গল্প সেখানে ধরা পড়ছে। তাই তো জনপ্রিয়তায় কারণে বাংলার ‘মিঠাই’, ‘শ্রীময়ী’, ‘খড়কুটো’, ‘খুকুমণি হোম ডেলিভারি’ সহ একাধিক সিরিয়ালের হিন্দি রিমেক (Hindi Remake) হয়েছে।
রাজ চক্রবর্তীর প্রযোজনায় স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল গোধূলি আলাপের (Godhuli Alap) হিন্দি রিমেক তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি।
স্টার ভারতে দেখা যাবে এই ধারাবাহিক, হিন্দি সিরিয়ালে কৌশিক সেনের অরিন্দম রায়ের চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। জানা যাচ্ছে।
হিন্দি রিমেকে নাম হতে চলেছে ‘না উমর কি সীমা হো’ (Na umar ki seema ho)। প্রযোজনার দায়িত্বে থাকছেন অতুল কেতকার এবং মনোজ ডি পেলেওয়ার।