ব্রিটেনে ধর্মঘটে সামিল ৪০ হাজার রেলকর্মী, ক্রমশ বাড়ছে মুদ্রাস্ফীতির হার
বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবিতে ধর্মঘট

আরোহী নিউজ ডেস্ক: চাকরির সুরক্ষা থেকে বেতনবৃদ্ধির দাবিতে গত মঙ্গলবার থেকে ব্রিটেনে রেলকর্মীরা তিনদিনের ধর্মঘটের ডাক দিয়েছে। বৃহস্পতিবারও ধর্মঘটে সামিল রেলকর্মীরা। এদিকে ব্রিটেনে হু-হু করে বাড়ছে খাদ্যদ্রব্যের দাম। মুদ্রাস্ফীতির হার ৪০ বছরের নিরিখে রেকর্ড সৃষ্টি করেছে।
চাকরির নিরাপত্তা, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে রেলকর্মীরা আন্দোলনে নেমেছেন প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের বিরুদ্ধে। গত মঙ্গলবার থেকে ব্রিটেনজুড়ে রেল ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবারও চলেছে ধর্মঘট। রেলকর্মীরা এরপর ধর্মঘটে সামিল হবেন শনিবারেও। সূত্রের খবর, ইতিমধ্যে ধর্মঘটে সামিল হয়েছেন ৪০ হাজারেরও বেশি কর্মী।
গত ৩০ বছরের নিরিখে চলতি বছরের জুন মাসে ব্রিটেনজুড়ে রেলকর্মীরা সর্ববৃহৎ ধর্মঘটে সামিল। লন্ডনে মেট্রো কর্মীরাও পৃথক ধর্মঘটে সামিল। রেলকর্মীদের ধর্মঘটে ক্ষতিগ্রস্ত স্বাভাবিক জনজীবন ব্যাহত।
এদিকে তীব্র মুদ্রাস্ফীতির শিকার ব্রিটেন। ন্যাশনাল স্ট্যাটিসটিক্সের কার্যালয় সূত্রে জানা গিয়েছে, গত মে মাসে মুদ্রাস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ১ শতাংশে গিয়ে ঠেকে। ১৯৮২ সালের পর এই প্রথম এধরনের ভয়াবহ মুদ্রাস্ফীতির শিকার হল ব্রিটেন। অস্বাভাবিক বেড়েছে পেট্রোলের দাম। একইসঙ্গে লাফিয়ে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও।
প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার পরিস্থিতি মোকাবিলায় জেরবার। ধর্মঘটী রেলকর্মীদের দাবিদাওয়া নিয়েও কোনও সমাধানসূত্র এখনও মেলেনি।