Breaking News: একটি মামলায় জামিন পেল রোদ্দুর রায়, অন্য মামলায় থাকতে হবে জেলেই
দু’হাজার টাকার বন্ডে রোদ্দুরকে অন্তর্বর্তী জামিন দিল ব্যাঙ্কশাল কোর্ট

আরোহী নিউজ ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন রোদ্দুর রায়।ওই মামলায় জামিন পেলেন তিনি। তবে অন্য একটি মামলার শুনানির রায় এখনও জানা যায়নি।
সোমবার একটি মামলায় দু’হাজার টাকার বন্ডে রোদ্দুরকে অন্তর্বর্তী জামিন দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। গত ৮ জুন গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে।৯ জুন থেকে পুলিশ হেফজতে ছিলেন তিনি।
সম্প্রতি এক ইউটিউব ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সম্পর্কে কটূক্তি করেছিলেন রোদ্দুর রায়।এরপরই হেয়ার স্ট্রিট থানায় এই মর্মে অভিযোগ দায়ের হয়।
শুধু মুখ্যমন্ত্রী নয়,প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবমাননার অভিযোগ উঠেছে রোদ্দুর রায়ের বিরুদ্ধে।এতে আরও একটি অভিযোগ দায়ের হয়।সেই মামলার শুনানির রায় এখনও জানা যায়নি।
বার বার নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রোদ্দুর রায়। রবীন্দ্রনাথের গানকেও বিকৃত করে তিনি উপস্থাপন করেছিলেন। এরপর তিনি নিশানা করেন তৃণমূল নেত্রীকে। তারপরই গ্রেফতার হন রোদ্দুর ।