পঞ্জাবের কাছে ৫৪ রানে হার রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর

আরোহী নিউজ ডেস্ক: বেঙ্গালুরুর বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে ২০৯ রান করে মায়াঙ্করা। জবাবে ব্যাট করতে নেমে ধরাশায়ী পরিস্থিতির সৃষ্টি হয় বেঙ্গালুরুর। ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫৫ রানেই শেষ হয়ে যায় আরসিবির ইনিংস। শিখর ধাওয়ান ও জনি বেয়ারস্টো শুরু থেকেই ঝড়ের গতিতে ব্যাটিং শুরু করেন। মাত্র ২৯ বলে জনি বেয়ারস্টো করেন ৬৬ রান। ৪টি বাউন্ডারি ও সাতটি ছয় মারেন তিনি। রাজাপক্ষে এদিন রান পাননি। মায়াঙ্ক আগরওয়াল ১৯ রান করে আউট হন। লিয়াম লিভিংস্টোন ৪২ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন। এরপর পর পর উইকেট পড়লেও রানের পাহাড়ে চড়তে সমস্যা হয়নি পাঞ্জাবের।
জবাবে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর কোনও ব্যাটারই দলকে ভরসা দিতে পারেননি। ফের ব্যর্থ হন কোহলি। তিনি করেন ২০ রান। ফ্যাফ ডুপ্লেসি করেন মাত্র ১০ রান। রজত পতিদার এবং গ্লেন ম্যাক্সওয়েল ৬৪ রানের জুটি গড়লেও তা যথেষ্ট ছিল না। পঞ্জাবের হয়ে ৩ উইকেট নেন কাগিসো রাবাডা। শেষ পর্যন্ত আরসিবি থামে ১৫৫ রানে।