সবথেকে কম উচ্চতার উকিল, জেনে নিন তাঁর পরিচয়

প্রতিটি ব্যক্তি চাই সে তার নিজের পায়ে দাঁড়াক। অনেকেই ভাবে যে বাহ্যিক রূপটাই সব, তাই রুপ না থাকলে অনেকে পিছিয়ে যান, কিছু হবে না ভেবে।
কিন্তু না বাহ্যিক রূপ টা আসল নয়, আসল হল আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কতটা চেষ্টা করে থাকি। আর এই চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে গিয়ে আজ কম উচ্চতার মেয়ে উকিল হয়ে দেখিয়েছেন।
হরিয়ানার মেয়ে হরবিন্দর কৌর। তাঁর উচ্চতা উচ্চতা 3 ফুট 11 ইঞ্চি, এই উচ্চতার জন্য সে সবার কাছে হাসির পাত্রী হয়ে উঠেছিল। ছোটো থেকেই স্বপ্ন ছিল এয়ার হোস্টেস এর। কিন্তু উচ্চতা কম বলে সে স্বপ্ন ছেড়ে দেয়।
ছোটো থেকেই তার গ্রোথ খুব ধীরে ধীরে হতে থাকে, অনেক ডাক্তার দেখান কিন্তু কোনোভাবেই কোনো কিছুই কাজে আসে না। দ্বাদশ শ্রেণীর পর ওকালতি নিয়ে পড়াশোনা করবেন বলে ঠিক করেন।
তারপর থেকেই সে এগিয়ে যেতে থাকে। আজ তিনি সফল একজন উকিল। একসময় তার মনে হয়েছিল মরে যায়, কিন্তু সেই জায়গা থেকে উঠে এসে আজ তিনি কেরিয়ারে সফল হয়েছেন।