কোন মাধ্যমে হবে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার! জানিয়ে দিল উচ্চশিক্ষা দফতর
UNIVERCITY, EADUCATION, STATE, HIGHER EADUCATION

আরোহী নিউজ ডেস্ক: অনলাইন নাকি অফলাইন, কিভাবে হবে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা! সেই নিয়ে দেখা গিয়েছিল একাধিক দ্বন্দ্ব। আর এবার পরীক্ষার মাধ্যম ঠিক করবে বিশ্ববিদ্যাল নিজেই বলেই নির্দেশ দিল উচ্চশিক্ষা দফতর। আগামী সেমিস্টার গুলোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী পরীক্ষা হবে অফলাইন মাধ্যমেই। অনলাইনে পরীক্ষার কোনো আইন বিশ্ববিদ্যালয় গুলিতে নেই। তবে পরিস্থিতি বিবেচনা কর কলকাতার বেশ কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষার কথা আগেই জানিয়ে দিয়েছিল। এবার তাদের সিধান্তে কোনও বদল আসবে কিনা তা উল্লেখযোগ্য।
অন্যদিকে দীর্ঘ ২ বছর পর বিশ্ববিদ্যালয় খুললেও গরমের ছুটির জন্যে ফের বন্ধ হয় যায় রাজ্যের কলেজগুলি। গত কয়েক দিন ধরে যাদবপুর, রবীন্দ্র ভারতী সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি উঠছিল৷ ছাত্রছাত্রীদের যে অংশ এই দাবি তুলছেন, তাঁদের যুক্তি, করোনা কালে দীর্ঘদিন অনলাইনে পঠনপাঠন চলেছে৷ এর পর অফলাইনে ক্লাস শুরু হতেই আবার গরমের ছুটি পড়ে গিয়েছে৷ তাই অফলাইনে পরীক্ষা হলে ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়বে বলে অভিযোগ৷