কারা কোন দফতর পেলেন দেখে নিন একনজরে
পুরোনো কয়েকজন মন্ত্রীদের দফতর রদবদল করলেন তিনি। এবার একনজরে দেখে নিন কারা কোন দফতর পেলেন

আরোহী নিউজডেস্ক: বুধবার বিকেলে রাজ্যে আরও ৯ জন মন্ত্রী শপথ নিলেন। এরমধ্যে ৮ জনই নতুন মুখ। সন্ধ্যের পর নতুন মন্ত্রীদের দফতর বন্টন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পুরোনো কয়েকজন মন্ত্রীদের দফতর রদবদল করলেন তিনি। এবার একনজরে দেখে নিন কারা কোন দফতর পেলেন।
- রাজ্যের নতুন পঞ্চায়েত-গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী হলেন প্রদীপ মজুমদার। এই দফতরটি ছিল প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের হাতে।
- রাজ্যের নতুন পরিবহন মন্ত্রী হলেন স্নেহাশিস চক্রবর্তী। এই দফতরটি ছিল ফিরহাদ হাকিমের হাতে।
- সেচ ও জলপথ পরিবহন দফতরের নতুন মন্ত্রী হলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। এই দফতর ছিল মানস ভুঁইয়ার হাতে।
- নতুন পরিষদীয় মন্ত্রী হলেন প্রবীন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এই দফতরটি ছিল অপসারিত পার্থ চট্টোপাধ্যায়ের হাতে।
- রাজ্যের নতুন তথ্য প্রযুক্তি ও পর্যটন মন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়। এর আগে তথ্য প্রযুক্তি দফতর ছিল পার্থ চট্টোপাধ্যায়ের হাতে এবং পর্যটন ছিল ইন্দ্রনীল সেনের হাতে।
- পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের পূর্ণমন্ত্রী হলেন পুলক রায়। এর আগে পূর্ত দফতর ছিল ফিরহাদ হাকিমের হাতে এবং জনস্বাস্থ্য কারিগরি দফতর ছিল প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের হাতে।
- শিল্প ও বাণিজ্য দফতরের পূর্ণমন্ত্রী হলেন ডাঃ শশী পাঁজা। এই দুটি দফতরই ছিল পার্থ চট্টোপাধ্যায়ের হাতে।
- উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হল উদয়ন গুহকে। এই দফতর ছিল রবীন্দ্রনাথ ঘোষের হাতে।
- স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মৎস্য প্রতিমন্ত্রী হলেন বিপ্লব রায় চৌধুরী।
- বন দফতর ও স্বনির্ভর-স্বনিযুক্তি গোষ্ঠীর প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা।
- ক্ষুদ্র-মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী হলেন তাজমুল হোসেন।
- শিক্ষা প্রতিমন্ত্রী হলেন সত্যজিৎ বর্মন। এই পদ থেকে এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত পরেশ চন্দ্র অধিকারীকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
- বিপ্লব মিত্রকে দেওয়া হল প্রয়াত সাধন পাণ্ডের হাতে থাকা ক্রেতা সুরক্ষা দফতর।