সুখবর! রাখিতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার
শুধু রাজ্য সরকারের অফিস নয়, তার অধীনে যে অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি থাকবে

আরোহী নিউজডেস্ক: এবার রাখি পূর্ণিমায় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবারই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ আগষ্ট রাখি উৎসব উপলক্ষ্যে রাজ্য সরকারি দফতরে ছুটি থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অফিসগুলি যথারীতি খোলা থাকবে। ছুটির তালিকায় একটি দিন বাড়ায় চলতি মাসে লম্বা ছুটি পেয়ে যাচ্ছেন সরকারি কর্মচারিরা। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমার দিন ভাই ও দাদাদের হাতে বিশ্বাসের সুতো বেঁধে মিষ্টিমুখ করে বোন ও দিদিরা। এই দিনটি যাতে ভালোভাবে পালন করতে পারেন রাজ্যবাসী তাই এই ছুটি বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
শুধু রাজ্য সরকারের অফিস নয়, তার অধীনে যে অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি থাকবে। স্বভাবতই নবান্নের এই ঘোষণায় খুশি রাজ্য সরকারি কর্মচারিরা। কারণ, এই ছুটি যোগ হওয়ায় লম্বা ছুটি পেতে পারেন কর্মচারিরা। কারণ, ১১ আগষ্ট হল বৃহস্পতিবার, শনি ও রবি এমনিতেই অনেক অফিস বন্ধ থাকে। সোমবার ১৫ আগষ্ট, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছুটি। ফলে মাঝখানে দুটো দিন কোনও ভাবে ছুটি নিতে পারলেই টানা কয়েকদিন কোথাও ঘুরে আসার প্ল্যান করাই যায়।